কলাম বা পিলারে রডের হিসাব

আপনার কাঙ্ক্ষিত আর্টিকেল কলাম বা পিলারে রডের হিসাব এর বিস্তারিত নিচে দেয়া হলঃ-

নিচের তথ্য গুলো জানতে পারলেই একটি কলাম বা পিলারে রডের হিসাব জানতে পারব।

« কলামের মাপ

« মেইন রডের ওজন

« রিং বা ট্রাই রডের ওজন

« একটি কলামের রডের ওজন

কলামের মাপঃ-

« দৈর্ঘ্য - ১০ ইঞ্চি

« প্রস্থ - ১০ ইঞ্চি

« উচ্চতা - ১০ ফুট

একটি কলামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা উপরের মাপের ব্যতিক্রমও হতে পারে। সেক্ষেত্রে এই লিখা দেখে আপনার কাঙ্খিত মান বসিয়ে হিসাব করে নিয়েন।

মেইন রডের ওজনঃ-

কলামের মেইন রড সাধারনত ১৬ মিলি ব্যবহার করা হয়। আমরা জানি ১৬ মিলি ১ ফুট রডের ওজন = ০.৪৮ কেজি। তাহলে রডের উচ্চতা ১০ ফুটের ওজন = ০.৪৮×১০ কেজি = ৪.৮ কেজি। অর্থাৎ ১ টি ১০ ফুট রডের ওজন ৪.৮ কজি। একটি কলামে যদি ৬ টি ১০ ফুট রড ব্যবহার করা হয় তাহলে ৬ টি ১০ ফুট রডের ওজন ৬×৪.৮ কেজি = ২৮.৮ কজি। অর্থাৎ ৬ টি রডের ১ টি কলামের মেইন রডের ওজন ২৮.৮ কজি।

রিং বা ট্রাই রডের ওজনঃ-

কলামের রিং বা ট্রাই রড সাধারনত ৮ মিলি ব্যবহার করা হয়। আমরা জানি ৮ মিলি ১ ফুট রডের ওজন = ০.১২ কেজি। ১০ ইঞ্চি দৈর্ঘ্য ও ১০ প্রস্থের কলামে ৭ ইঞ্চি রিং বা ট্রাই রড ব্যবহার করতে হয় আর বাকিটা কভারিং রাখতে হয়। কলামের ৪ দিকে রিং বা ট্রাই রডের দৈর্ঘ্য, ৪×৭ ইঞ্চি = ২৮ ইঞ্চি = ২.৩৩ ফুট। হুকসহ ট্রাই রডের দৈর্ঘ্য, ০.৫+২.৩৩ ফুট = ২.৮৩ ফুট। কলামে ৬ ইঞ্চি পর পর রিং বা ট্রাই রড বসালে, ১০ ফুটের কলামে রিং বা ট্রাই রড দরকার, ১০/৬ ইঞ্চি = ১০/০.৫ ফুট = ২০ টি। একটি কলামে রিং বা ট্রাই রডের দৈর্ঘ্য, ২.৮৩×২০ ফুট = ৫৬.৬ ফুট। একটি কলামে রিং বা ট্রাই রডের ওজন, ৫৬.৬×০.১২ কেজি = ৬.৭৯২ কেজি।

একটি কলামের রডের ওজনঃ-

একটি কলামের রডের ওজন=মেইন রডের ওজন+রিং বা ট্রাই রডের ওজন
=২৮.৮+৬.৭৯২ কেজি
=৩৫.৫৯২ কেজি।

সম্পর্কিত আর্টিকেল

আর্টিকেল: রডের ওজন বের করার নিয়ম (সূত্র সহ)

আর্টিকেল: বিভিন্ন কোম্পানির রডের দাম

আর্টিকেল: রডের হিসাব (সুতা, মিলি ও কেজি)

আর্টিকেল: ছাদের রডের হিসাব

আর্টিকেল: সিঁড়ির রডের হিসাব

স্বত্ব © ২০২১ - ২০২৪ ডিজিটাল আর্ন বিডি