একটি সেমি বা আধা পাকা বাড়ির খরচ সম্পর্কে ধারনা

আপনার কাঙ্ক্ষিত আর্টিকেল একটি সেমি বা আধা পাকা বাড়ির খরচ সম্পর্কে ধারনা এর বিস্তারিত নিচে দেয়া হলঃ-

বাড়ি তৈরির খরচ জানতে হলে কিছু বিষয় আগে জানা দরকার যেমন - জায়গার মাপ, রুম কয়টি, দরজা- জানালা কয়টি, দামি না কম দামি উপকরন ব্যবহার করবে ইত্যাদি। এই ধরনের বিষয়ের উত্তর ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। তাই এই লিখায় বাড়ি তৈরির খরচের একটি ধারনা দিচ্ছি। এই ধারনা থেকে তথ্য নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী হিসাব করে নিতে পারেন।

সম্ভাব্য মোট খরচঃ-

আমরা দেখেছি একটি সেমি বা আধা পাকা বাড়ি তৈরি করতে ১ স্কয়ার ফুটে খরচ হয় ৮০০ থেকে ১১০০ টাকা (সকল খরচ)। অর্থাৎ কম করে হলে প্রতি স্কয়ার ফুটে ৮০০ টাকা এবং জাঁকজমক হলে প্রতি স্কয়ার ফুটে ১১০০ টাকা খরচ হবে। এখানে ২০০০ স্কয়ার ফুটের বাড়ি তৈরির সম্ভাব্য মোট খরচ দেখানো হল। আপনি আপনার জায়গা অনুযায়ী হিসাব করে নিয়েন।

« সম্ভাব্য মোট খরচ=৮০০×২০০০=১৬,০০,০০০ টাকা

কোন খাতে কত খরচঃ-

উপরে আমরা দেখেছি প্রতি স্কয়ার ফুটের খরচ ৮০০ টাকা করে হলে ২০০০ স্কয়ার ফুটের বাড়ি তৈরির সম্ভাব্য মোট খরচ হয় ১৬,০০,০০০ টাকা। এখন আমরা দেখবো মোট খরচের ১৬,০০,০০০ টাকার মধ্যে কোন খাতে কত খরচ হয়। নিচে খাত ভিত্তিক খরচ উল্লেখ করা হল।

« লেবার খরচ=২৫% (৪,০০,০০০ টাকা)

« ইটের খরচ=১২% (১,৯২,০০০ টাকা)

« সিমেন্টের খরচ=১৩% (২,৮,০০০ টাকা)

« দরজা জানালার খরচ=১২% (১,৯২,০০০ টাকা)

« রডের খরচ=১০% (১,৬০,০০০ টাকা)

« বালি ও খোয়ার খরচ=৫% (৮০,০০০ টাকা)

« ইলেক্ট্রিকেলের খরচ=৮% (১,২৮,০০০ টাকা)

« প্লাম্বিং এর খরচ=১০% (১,৬০,০০০ টাকা)

« যাতায়াতের খরচ=২% (৩২,০০০ টাকা)

« অন্যান্য খরচ=৩% (৪৮,০০০ টাকা)

সম্পর্কিত আর্টিকেল

আর্টিকেল: ৬ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

আর্টিকেল: বিল্ডিং কোড আইন সম্পর্কে জানুন

আর্টিকেল: ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

আর্টিকেল: দুই বা তিন তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

আর্টিকেল: পাঁচ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

আর্টিকেল: একটি পিলারের খরচ

আর্টিকেল: ভূমিক্ষয়ের কারণ কি, ভূমিক্ষয় রোধের উপায় সম্পর্কে জানতে চাও?

আর্টিকেল: আলু চাষ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল

আর্টিকেল: আল্লাহর পরিচয় সম্পর্কে দশটি বাক্য লিখ

আর্টিকেল: ভুটান সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: ঔষধ ও এন্টিবায়োটিক সম্পর্কে কিছু তথ্য

আর্টিকেল: আফগানিস্তান সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: রোগ প্রতিরোধক খাবার ও পানীয়ের একটি তালিকা

আর্টিকেল: বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ

আর্টিকেল: ভারত সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: মালদ্বীপ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: মিয়ানমার সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: নেপাল সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: পাকিস্তান সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: শ্রীলংকা সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: ব্রুনাই সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

আর্টিকেল: লাওস সম্পর্কে কিছু তথ্য জেনে নিন

স্বত্ব © ২০২১ - ২০২৪ ডিজিটাল আর্ন বিডি