দুই বা তিন তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

আপনার কাঙ্ক্ষিত আর্টিকেল দুই বা তিন তলা বাড়ির ফাউন্ডেশন খরচ এর বিস্তারিত নিচে দেয়া হলঃ-

নিচে পাইলিং খরচ ছাড়া দুই বা তিন তলা বাড়ির ফাউন্ডেশন খরচ হিসাব করা হয়েছে। আশা করি হিসাবটি আপনাদের উপকারে আসবে। আপনার যদি ২ কাঠা বা ৩ শতক জায়গা থাকে এবং সেখানে বিল্ডিং করতে চান তাহলে সেখানে ফাউন্ডেশন খরচ কত আসবে সেই হিসাবটিই এখন দেখব।

আমরা জানি, ১ কাঠা = ৭২০ স্কয়ার ফুট। তাহলে, ২ কাঠা = ২×৭২০ স্কয়ার ফুট = ১৪৪০ স্কয়ার ফুট। আমরা হিসাব করে দেখেছি দুই বা তিন তলা বাড়ির ক্ষেত্রে প্রতি স্কয়ার ফুটে ফাউন্ডেশন খরচ হয় ৩০০ থেকে ৩৫০ টাকা। প্রতি স্কয়ার ফুটে ফাউন্ডেশন খরচ ৩০০ টাকা করে হলে ১৪৪০ স্কয়ার ফুটে ফাউন্ডেশন খরচ হবে ১৪৪০×৩০০ টাকা = ৪,৩২,০০০ টাকা।

উপরের হিসাবটি সম্ভাব্য হিসাব। স্থানভেদে খরচ কিছুটা কমবেশি হতে পারে। উপরে ২ কাঠা বা ৩ শতক জায়গার ফাউন্ডেশন খরচ দেখানো হয়েছে। আপনার জায়গার পরিমাণ যদি ২ কাঠার কম বা বেশি হয়ে থাকে তাহলে উপরের হিসাব দেখে নিজে নিজে হিসাব করে নিন।

সম্পর্কিত আর্টিকেল

আর্টিকেল: একটি সেমি বা আধা পাকা বাড়ির খরচ সম্পর্কে ধারনা

আর্টিকেল: একটি ১০ (দশ) তলা বাড়ির খরচ

আর্টিকেল: ৬ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

আর্টিকেল: ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

আর্টিকেল: পাঁচ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

স্বত্ব © ২০২১ - ২০২৪ ডিজিটাল আর্ন বিডি